বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে অভিষেক হলো তার। ৮ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: অবশেষে লাল-সবুজ জার্সিতে মাঠে নামলেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। বসুন্ধরা কিংসের হয়ে খেলার পর এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের বিপক্ষে অভিষেক হলো তার।

৮ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। একই জার্সি পরে জাতীয় দলের হয়ে খেলেন হামজা চৌধুরী।

বাংলাদেশ সমর্থকেরা অপেক্ষায় ছিলেন তরুণ কিউবার অভিষেক দেখার জন্য। তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি লাল-সবুজদের। মাত্র ১৬ মিনিটেই এক গোলে পিছিয়ে পড়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

কিউবার আন্তর্জাতিক অভিষেকের আগে ১২ আগস্ট বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছিলেন তিনি। সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে সেই ম্যাচে মাঠে নেমে কিংসকে জয় এনে দেন এবং দল জায়গা করে নেয় এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে।

এদিকে ইতালি থেকে একদিন আগে এসে দলের সঙ্গে যোগ দেন ফাহামিদুল ইসলাম। সিনিয়র জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকলেও ভ্রমণ ক্লান্তির কারণে তাকে আজকের ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি। বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। তবে একাদশে সুযোগ পেয়েছেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ, যিনি বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি
৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৫ রাত
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩১ রাত
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
Leave a Comment

Comments 0