স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন। চলছে নানা জল্পনা-কল্পনা। কে হবেন বিসিবির সভাপতি এ নিয়ে ক্রীড়াঙ্গনে কৌতূহলের অন্ত নেই। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে আলোচনা হচ্ছিল। গুঞ্জনের পালে হাওয়া দিয়ে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই দেশসেরা ওপেনার।
অন্যদিকে, বিসিবির আসন্ন নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ফলে তামিম ও বুলবুলের মধ্যে আগামী বিসিবি নির্বাচনের লড়াই হবে এটা সহজেই অনুমেয়।
এরই মধ্যে তামিমকে নিজের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। আজ (বুধবার) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগর লবি বলেন, আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল আসলে তামিম ইকবালকে প্রার্থী হবে। আমার ওপর চাপ ছিল হওয়ার জন্য, কিন্তু আমি বলে দিয়েছি প্রার্থী হবো না। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। তামিম খুব ভালো ছেলে একজন খুব নাম করা ক্রিকেটার। সবদিক থেকে ভালো। ক্রিকেট বোর্ডের সভাপতি হলে ওকে যদি ঠিকমতো আমরা চালিয়ে নিতে পারি তাহলে তামিম পারবে।
বিসিবির সাবেক এই সভাপতি বলেন, আজ সকালে পত্রিকায় দেখলাম বুলবুলও নাকি সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছে। এখন দেখছি এখানেও রাজনীতি ঢুকে গেছে। রাজনীতির মধ্যে গেলে হবে না। আমি কিন্তু বিসিবিতে এসেই প্রথম কথা বলেছিলাম রাজনীতি চলবে না। আমরা সবাই এক। এখন দেখা যাক কি হয়। যদি তামিম হয় আমি যেমন কাজ করতে পেরেছি, তাকে দিয়েও করাতে পারব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্যরা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0