বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠানো বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছেন, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’

শনিবার (৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে তিনি এ কথা বলেন।

অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছেন, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে যত ভিন্নমতই থাকুক, ফ্যাসিস্ট ফিরে আসার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনও আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা ৭২-এর সংবিধান।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এটি এখনও বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।

মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়। বরং গত ১৭ বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়।

জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের না। জুলাইয়ের শহিদরা কোনো রাজনীতির কেউ নন। তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাজপথে নেমেছিলেন। তারা সবাই নাগরিক প্রতিনিধি। এ ছাড়া জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন। দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0