এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: এক পুলিশ কনস্টেবল ছদ্মবেশে ঢুকে পড়েছে শ্রীলঙ্কার অন্ধকার অপরাধ জগতে, কিন্তু সেখানে গিয়ে সে আবিষ্কার করে, যার বিরুদ্ধে তার লড়াই, সে তারই হারিয়ে যাওয়া রক্তের ভাই!— এমনই এক টানটান উত্তেজনা এবং পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণি সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমা ‘কিংডম’। গত ৩১ জুলাই মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং বক্স অফিসেও তুলেছে আয়ের ঝড়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিনেই ‘কিংডম’ ভারতে ১৫.৭৫ কোটি রুপি (নেট) আয় করেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে প্রথম দিনের মোট (গ্রস) আয় দাঁড়িয়েছে প্রায় ৩৪ কোটি রুপি। ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে যে প্রবল আগ্রহ ছিল, মুক্তির দিনে হাউসফুল শো এবং টিকিটের দীর্ঘ লাইনই তার প্রমাণ।
সিনেমার গল্পে দেখা যায়, আলী নামের এক পুলিশ কনস্টেবল (বিজয় দেবেরাকোন্ডা) এক মিশনে শ্রীলঙ্কায় যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে, অপরাধ জগতের শাসক তারই বড় ভাই। এরপর শুরু হয় আইন আর রক্তের সম্পর্কের মধ্যে এক তীব্র মানসিক দ্বন্দ্ব। একজন আইনের পক্ষে, আরেকজন অপরাধ জগতের নেতা— দুই ভাইয়ের এই লড়াই-ই সিনেমার মূল আকর্ষণ।
গৌতম তিন্নানুরি পরিচালিত এই সিনেমাতে বিজয় দেবেরাকোন্ডা ছাড়াও আরও অভিনয় করেছেন ভাগ্যশ্রী বরসে, রুক্মিণী বসন্ত, কৌশিক মহাতা প্রমুখ। অ্যাকশন, আবেগ এবং ভাই-ভাইয়ের সম্পর্কের এই জটিল রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছে, যা ‘কিংডম’-কে এক বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0