আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তিনি গতকাল রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠান। স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি উপরাষ্ট্রপতি পদ ছেড়ে দিচ্ছেন। একই সঙ্গে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদদের ধন্যবাদ জ্ঞাপন করেন ধনখড়। তিনি জানিয়েছেন, তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন।
৭৪ বছর বয়সী ধনখড় আরো জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এ উন্নয়নে অংশ নিতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।
২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়।
তথ্যসূত্রঃআনন্দবাজার
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0