বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নিজের মৃত্যুর খবর নিয়ে ট্রাম্পের বিবৃতি

মৃত্যুর এ গুজব নিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাম্পকে প্রশ্ন করেন এ সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, তার মৃত্যুর খবর যে ট্রেন্ডিংয়ে ছিল এটি তার জানা ছিল না।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন— গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এ খবর। এছাড়া বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে।

মৃত্যুর এ গুজব নিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাম্পকে প্রশ্ন করেন এ সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, তার মৃত্যুর খবর যে ট্রেন্ডিংয়ে ছিল এটি তার জানা ছিল না। তবে সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রচার করায় এর সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, “এ কারণেই সংবাদমাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা কম।”

সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, “সপ্তাহের শেষ দিকে, আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন? মানুষ আপনাকে কয়েকদিন দেখতে পায়নি।”

“শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছেন।”— যোগ করেন ওই সাংবাদিক।

জবাবে ট্রাম্প বলেন, “সত্যি বলছেন? আমি তো এটা দেখিইনি। আমি জানি, ব্যাপারটা বেশ পাগলামি, কিন্তু গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই সফল ছিল। সেগুলো খুব ভালোভাবে হয়েছে, যেমন এটা এখন হচ্ছে।”

“আর তারপর আমি দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলা শুরু করল, 'নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে’।”— বলেন ট্রাম্প।

“বাইডেন তো মাসের পর মাস ধরে সামনে থাকতেন না। আপনারা তাকে দেখতেই পেতেন না। অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু একটা হয়েছে। আর আমরা তো জানি, তিনি তখন দারুণ ফিট ছিলেন।”— হেসে বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আপনি তো জানেন, আমি একজনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আর সবাই দেখেছে যে সেটা আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বীর চ্যানেলে ছিল। আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি এবং ট্রুথ সোশ্যালে অনেকগুলো পোস্ট দিয়েছি। আমার মনে হয়, সেগুলো বেশ তাৎপর্যপূর্ণ ছিল।”

সপ্তাহের শেষ দিকে বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, “না, আমি খুব সক্রিয় ছিলাম। তারা এটাও জানত যে আমি পোটোম্যাক নদীর কাছে আমার নিজের ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।”

“আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া খবর। এটা এতই ভুয়া যে এই কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম।”— সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন ট্রাম্প।

সূত্র: ফক্স নিউজ

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0