মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে মোট ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্বিবেচনা অন্তর্ভুক্ত রয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ ঘোষণা দেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন, জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে মোট ১২টি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্বিবেচনা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তার প্রেক্ষিতে বেলজিয়াম এই অঙ্গীকার করেছে। তবে গাজা থেকে শেষ বন্দির মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনও ভূমিকা না থাকলেই স্বীকৃতিটি কার্যকর হবে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অন্যান্য দেশকেও একই ধরনের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজায় গণহত্যা, বাস্তুচ্যুতি, অনাহার ও ভূমি দখল বন্ধ এবং সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের জন্যই বেলজিয়ামের এ সিদ্ধান্ত।

বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই স্বীকৃতি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি দ্বি-রাষ্ট্র সমাধান রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিরোধী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, নেতানিয়াহুর রাজনৈতিক অদক্ষতার কারণে আমাদের চোখের সামনেই একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে। তার মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি ও নিষেধাজ্ঞা আরোপে বেলজিয়ামের পদক্ষেপ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যর্থতার ফল।

এর আগে গত জুলাইয়ের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, বেলজিয়ামের এই পদক্ষেপ প্রতীকী হলেও ইউরোপজুড়ে তা বড় ধরনের গতি সঞ্চার করেছে।

আল জাজিরার বিশ্লেষক হাসেম আহেলবারা বলেন, এর মানে হলো, প্রতিটি ইউরোপীয় দেশ যারা বলছে ‘আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছি’ তারা ১৯৬৭-পূর্ব সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে এবং পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। ওই সীমান্তে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম অন্তর্ভুক্ত।

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে যৌথ বৈঠক করার পরিকল্পনা করেছে ফ্রান্স ও সৌদি আরব। একই মাসে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যও শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিতে পারে।

সূত্র: আল জাজিরা

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0