বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাড়িতে লুটপাট বিক্ষোভকারীদের

এরমধ্যে রোববার ভোরে দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলইয়ানি ইন্দ্রবতীর দক্ষিণ তানগেরাংয়ে বাড়িতে লুটপাট চালিয়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী জাকার্তার পাশের এ অঞ্চলটি অবস্থিত তার বাড়িতে দুই দফায় লুটপাটের ঘটনা ঘটে।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পার্লামেন্টের এমপিদের বাড়ি ভাড়ার ভাতা বৃদ্ধি ও পুলিশের গাড়ির চাপায় এক মোটরসাইকেল রাইডারের মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ ধরে উত্তাল হয়ে আছে ইন্দোনেশিয়া। দেশটির বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এরমধ্যে রোববার ভোরে দেশটির অর্থমন্ত্রী শ্রী মুলইয়ানি ইন্দ্রবতীর দক্ষিণ তানগেরাংয়ে বাড়িতে লুটপাট চালিয়েছেন বিক্ষোভকারীরা। রাজধানী জাকার্তার পাশের এ অঞ্চলটি অবস্থিত তার বাড়িতে দুই দফায় লুটপাটের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপিকে দামিনুস রুডলোফ নামে এক ব্যক্তি জানিয়েছেন, প্রথমে কয়েক ডজন মোটরসাইকেলে করে বিক্ষোভকারীরা আসেন। প্রত্যেক মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে ছিলেন। এরপর ১৫০ জনের আরেকটি দল আসে। তিনি বলেছেন, “তারা একটি টিভি, সাউন্ড সিস্টেম, শোবার ঘরের আসবাবপত্র, কাপড়, প্লেট এবং বোল নিয়ে গেছেন।”

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা অন্তরা জানিয়েছে, লুটপাটের সময় অর্থমন্ত্রী তার বাসায় ছিলেন না।

ইন্দোনেশিয়ার বর্তমান অর্থমন্ত্রী খুবই শক্তিশালী। তিনি তিনজন আলাদা প্রেসিডেন্টের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্বব্যাংকের মহাপরিচালকও ছিলেন।

রোববার তার বাড়িতে পরবর্তীতে সেনাদের পাহাড়া দিতে দেখা যায়। ওই সময় গাড়িতে করে কিছু জিনিসপত্র সরিয়ে নিতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

অর্থমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন এমপির বাড়িতে লুটপাট হয়েছে। এমপি মন্ত্রীর বাড়ি থেকে দামি ঘড়িসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে গেছেন বিক্ষোভকারীরা। এছাড়া দামি গাড়ি ভাঙচুরও করতে দেখা গেছে তাদের।

বিক্ষোভকারীরা হঠাৎ করেই এমপি-মন্ত্রীদের বাড়িতে হানা দেওয়া শুরু করেছেন।

সূত্র: এএফপি

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0