বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত

প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির এমপি লি সিওং-কিউন।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির এমপি লি সিওং-কিউন।

আজ মঙ্গলবার রাজধানী সিউলে এক সংবাদ সম্মেলনে লি সিওং-কিউন বলেন, “গত এপ্রিল পর্যন্ত আমাদের কাছে তথ্য ছিল যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার কমপক্ষে ৬০০ জন সেনা নিহত হয়েছে। পরে বিভিন্ন উৎস থেকে আসা তথ্যের ভিত্তিতে যাচাই করে আমরা জানতে পারি, এই সংখ্যাটি প্রায় ২ হাজার।”

উত্তর কোরিয়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পরই রাশিয়ার পাশে থাকার গোষণা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

এর পর বিভিন্ন সময়ে উত্তর কোরিয়ার কাছ থেকে গোলাবারুদ, ড্রোন কিনেছে রাশিয়া।

২০২৪ সালে রাশিয়ার পক্ষে লড়ার জন্য সেনা পাঠান কিম; কিন্তু কতজন সেনা তিনি পাঠিয়েছেন— তা তখন জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে, ২০২৪ সালে রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা এবং তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে গোলাবারুদ, আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট সিস্টেম পাঠিয়েছিলেন কিম।

এই সেনাদের মোতায়েন করা হয়েছিল ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কে। গত বছর ক্রুস্কে ব্যাপক সংঘাত হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে। সেই সংঘাতেই প্রাণ হারিয়েছেন এই উত্তর কোরীয় সেনারা।

মঙ্গলবারের সংবাদ সম্লেনে লি সিওং-কিউন জানান, রাশিয়ায় আরও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।

তিনি বলেন, “আমাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়ায় আরও ৬ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়েছে পিয়ংইয়ং। তাদের মধ্যে ১ হাজার সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেও গেছে।”

প্রসঙ্গত, কয়েক দিন আগে রাশিয়ায় নিহত সেনাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগে শোক সভার আয়োজন করেছিল উত্তর কোরিয়া। কিম জং উন ছিলেন সেই সভার প্রধান অতিথি।

সূত্র : এএফপি

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0