বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের তথ্যমতে, ফেরত আসা ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অভিবাসনের অভিযোগ ছিল।
এর আগে, শুক্রবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে শেষ পর্যন্ত ৩৯ জন বাংলাদেশি ফিরে এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকেও নিয়মিত নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।
জানা গেছে, এর আগেও বিভিন্ন সময়ে ১১৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0