বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরে এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই অর্ধশত দোকান

চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারের মসলা পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাজীপুর: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে লাগা এই আগুনে মুরগির দোকান, আলু-পেঁয়াজের আড়ত, মসলা ও মুদি দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আজ সকাল ৬টার দিকে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারের মসলা পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভোগড়া ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আনিসুর রহমান, জানান, আগুনে বিভিন্ন দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গিয়ে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এই ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ী এখন দিশেহারা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0