জেলা প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজার শহরের সমুদ্রসৈকত সংলগ্ন ঝাউবাগান থেকে মোহাম্মদ আমিন (২৫) নামে স্থানীয় এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সৈকতের গলফ মাঠ এলাকার ঝাউবাগানের ভেতর একটি গাছে তাঁর মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়লে, তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত মোহাম্মদ আমিন ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দড়িতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে মনে হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহের পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের একটি বাসের টিকিট পাওয়া গেছে, যেখানে চট্টগ্রাম থেকে যাত্রার সময় ৩ সেপ্টেম্বর, রাত ৯টা ২০ মিনিট উল্লেখ ছিল। এতে ধারণা করা হচ্ছে, তিনি গত রাতেই চট্টগ্রাম থেকে কক্সবাজার এসেছিলেন।
প্রাথমিক সুরতহাল শেষে, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একজন তরুণ সাংবাদিকের এমন মৃত্যুতে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0