বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক বাতিল

শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে বৈঠকটি বাতিল হয়ে থাকতে পারে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত আশঙ্কা থেকে বৈঠকটি বাতিল হয়ে থাকতে পারে।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের ওই বৈঠকটি দুপুর ২টায় হওয়ার কথা ছিল।

এদিকে তিন দফা দাবি আদায়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ‘আগারগাঁও ব্লকেড’ কর্মসূচি পালন করে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0