বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মহেশপুর সীমান্তে ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিজিবি মঙ্গলবার রাতে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশিকে আটক করেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিজিবি মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশিকে আটক করেছে। রাত সাড়ে ৭টার দিকে খোসালপুর এলাকা থেকে এক শিশু সহ ওই দুজনকে ধরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে ওলিয়ার শেখ (৩৭) এবং তার ৫ বছর বয়সী ছেলে আমান শেখ। বিজিবি জানায়, সীমান্ত পিলার-৬০/১০৫ এলাকায় অভিযান চালিয়ে নায়েক দীনবন্ধু রায়ের নেতৃত্বে ওলিয়ার শেখকে আটক করা হয়।

ওলিয়ার শেখ দীর্ঘদিন ভারতের বিহারে বসবাস করেছেন এবং সেখানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালে তিনি বিহারের আরাবিয়া থানার এক নারীর সঙ্গে বিয়ে করেছেন। ২০২২ সাল থেকে তিনি বাগেরহাট সদর উপজেলার মারুফের কাছ থেকে নিয়মিত ভারতীয় জাল রুপি সংগ্রহ করতেন। মঙ্গলবার সীমান্তে প্রবেশের সময় ৬০ হাজার টাকার বিনিময়ে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি সংগ্রহ করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, ভারতীয় জাল রুপিসহ আটক ওলিয়ার শেখের নামে মামলা দায়েরের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক ওলিয়ার শেখের সঙ্গে থাকা তার শিশু সন্তান আমানকে মানবিক দিক বিবেচনায় পরিবারের জিম্মায় দেয়া হবে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0