বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

সোমবার (১৮ আগস্ট) নির্ধারিত স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায়) শুরু হয়েছে এ বৈঠক।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: রাশিয়া-ইউক্রেন ইস্যুতে পুতিনের পরে এবারে হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

সোমবার (১৮ আগস্ট) নির্ধারিত স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায়) শুরু হয়েছে এ বৈঠক।

সাড়ে তিন বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে।

তবে তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। ওই বৈঠকে কীভাবে এ যুদ্ধ বন্ধ হতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। পরে ট্রাম্প বলেছেন, রাশিয়ার দখল করা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে এই যুদ্ধের ইতি টানতে পারে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার এই বৈঠক হচ্ছে।

যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান জানিয়ে ট্রাম্প বলেছেন, সবার জন্য তিনি এ যুদ্ধ বন্ধ চান।

এর আগে চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা হয় জেলেনস্কির। সেই ঘটনায় পর দুই নেতার মধ্যে এটি প্রথম সাক্ষাৎ। তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আছেন ইউরোপীয় মিত্ররাও।

ন্যাটো মহাসচিব মার্ক রুট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারসহ আরও কয়েকজন নেতা ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে যোগ দিয়েছেন।

সূত্র: বিবিসি

বাংলাফ্লো/এফএ  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0