জেলা প্রতিনিধি,
চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি অনুযায়ী, ১০ আগস্ট থেকে এই ট্রেন দুটি আগের চেয়ে কিছুটা আগে যাত্রা শুরু করবে।
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১) ট্রেনটি নতুন সূচি অনুযায়ী ছেড়ে যাবে ভোর ৫টা ৫০ মিনিটে, যা আগের সময়ের চেয়ে ২৫ মিনিট আগে। অপরদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস (৮২২) ছাড়বে সকাল ১০টায়, আগে ছাড়তো ১০টা ২০ মিনিটে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
দুই ট্রেনের স্টপেজের ব্যাপারে জানানো হয়েছে যে, সৈকত এক্সপ্রেস থামবে: ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামুতে।
প্রবাল এক্সপ্রেস থামবে: ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামুতে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0