Logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ১৯ হাজার ৭২৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: সারা দেশে চলতি বছরের ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ১১৮ জনে পৌঁছেছে। শুক্রবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ১৯ হাজার ৭২৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৫ জন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যথাক্রমে ১৪ ও ১৩ জন, খুলনায় (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

চলতি বছরের আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। গত বছর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫৭৫ জন এবং ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭০৫ জনে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0