জেলা প্রতিনিধি,
গোপালগঞ্জ: গোপালগঞ্জের পাথালিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনাগামী বি এম লাইন পরিবহনের একটি বাস পাথালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0