Logo

খিলগাঁওয়ে বাসায় ঢুকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে কিছু লোক তার বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনেই তাকে বেধড়ক মারধর করে। ভোরে স্ত্রী তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে বাসায় ঢুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নজরুলের বিরুদ্ধে মাদক মামলার ইতিহাস রয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে স্বজন ও থানা পুলিশের সহায়তায় মুগদা হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা কামাল হোসেন জানান, নজরুল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন এবং স্থানীয়ভাবে দোকান চালাতেন।

তিনি বলেন, নজরুল ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তার নামে খিলগাঁও থানায় মাদক মামলা রয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে কিছু লোক তার বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনেই তাকে বেধড়ক মারধর করে। ভোরে স্ত্রী তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান।

পরিবারের দাবি, নজরুলের শরীরে মারধরের অসংখ্য চিহ্ন রয়েছে। তারা বলেন, একজনের নামে মামলা থাকলেই কি তাকে এভাবে পিটিয়ে মারা হবে!

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহত নজরুলকে তার স্বজনরা মুগদা হাসপাতাল নিয়ে গিয়েছিল। সেখান থেকে পুলিশ সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0