বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: রাজধানীর বাজারগুলোতে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ১০ টাকা, বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি প্রতি কেজি ৩২০ টাকা। দেশি মুরগির কেজি ৫৫০ টাকা। তবে ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
শাকসবজির বাজারে দেখা গেছে বড় ধরনের অস্থিরতা। টানা বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলের খেত পানিতে তলিয়ে থাকায় সবজির সরবরাহ কমেছে। এতে পাইকারি এবং খুচরা বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। রাজধানীর বাজারগুলোতে করলা, কাঁকরোল, বরবটি, ঢেড়স, ঝিঙ্গে—এসব সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে, বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা। মরিচের দামও আগের মতোই চড়া, প্রতি কেজি ২২০-২৪০ টাকা।
ঢাকার পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলায়ও সবজির বাজারে চাপ দেখা গেছে। মুন্সিগঞ্জ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও বগুড়ায় সবজির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। পাবনা ও কুমিল্লাতেও সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। চট্টগ্রামেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে।
এদিকে, চালের বাজারেও স্থিতিশীলতা নেই। ঈদের পর থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেট ও মোটা চাল। মিনিকেটের কেজি ৭৬-৮০ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের কেজিতে ৫ টাকা বেড়েছে। টমেটোর কেজিতে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই অস্থির বাজারে ভোক্তাদের দুর্ভোগ বাড়ছে। ক্রেতারা প্রশাসনের কাছে বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে কেউ অতি মুনাফার সুযোগ নিতে না পারে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0