Logo

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ২ ট্রেনের সময়সূচি পরিবর্তন

বৃহস্পতিবার (৩১ জুলাই) রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী আগামী ১০ আগস্ট থেকে এই সময়সূচিতে ট্রেন দুটি চলাচল করবে বলে নিশ্চিত করেছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচল করা দুটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচিতে সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যাবে ভোর ৫টা ৫০ মিনিটে। আর কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসবে সকাল ১০টায়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী আগামী ১০ আগস্ট থেকে এই সময়সূচিতে ট্রেন দুটি চলাচল করবে বলে নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, বর্তমানে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। আর চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসে ১০টা ২০ মিনিটে।

রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।’

সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামে। অপরদিকে প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0