Logo

সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সড়ক স্বাভাবিক হওয়ার পরপরই সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপত্তা স্কটের মাধ্যমে সাজেক থেকে বের হয়ে গেছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টার পর থেকে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, সড়ক স্বাভাবিক হওয়ার পরপরই সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপত্তা স্কটের মাধ্যমে সাজেক থেকে বের হয়ে গেছেন। এছাড়াও নতুন করে সাজেক ভ্রমণে আসা পর্যটকরাও বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি আরও জানান, নন্দারাম এলাকায় পাহাড় ধসে সড়কের পাশে মাটি ও পাথর স্তূপ হয়ে পড়েছিল। এছাড়া ছোট আকারে আরও দুই স্থানে মাটি ধসে সড়ক বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়দের সহায়তায় সড়ক থেকে মাটি ও পাথর অপসারণের কাজ শুরু হয়। বিকেলের মধ্যেই সব মাটি এবং পাথর সরিয়ে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

উল্লেখ্য, বুধবার রাত থেকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। সড়কের ওপর পাথর এবং পাহাড়ের মাটি এসে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এতে সাজেকের সাথে সারাদেশের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0