বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের বিষয়ে আর আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাবে না জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।
বুধবার (৩০ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. নাসির উদ্দিন। তিনি বলেন, \মাইলস্টোন ইস্যুতে এখন থেকে আর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে না। তবে সাংবাদিকেরা চাইলে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।\
আহতদের চিকিৎসা নিয়ে তিনি জানান, \রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো ঘাটতি নেই। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।\
বর্তমানে ইনস্টিটিউটে ৩২ জন রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে ২৭ জন শিশু ও পাঁচজন প্রাপ্তবয়স্ক। আইসিইউতে আছেন দুইজন, সংকটাপন্ন অবস্থায় আছেন তিনজন এবং গুরুতর রয়েছেন সাতজন। এখন পর্যন্ত মোট ১২৮টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
পরিচালক আরও জানান, “ভালো খবর হলো, আজ (বুধবার) কোনো রোগী মারা যাননি।”
আহতদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। “অনেকেই মানসিক ট্রমায় ভুগছেন। তাদের নিয়মিত কাউন্সেলিং দেওয়া হচ্ছে,” বলেন নাসির উদ্দিন।
এছাড়া, আহতদের চিকিৎসা ও পর্যবেক্ষণে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরাও যুক্ত রয়েছেন বলে জানান ইনস্টিটিউট পরিচালক।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0