Logo

জুলাই যোদ্ধাদের সড়ক অবরোধে জনদুর্ভোগে সাধারণ মানুষ

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে টানা সাত ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই কর্মসূচি চলছে। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে টানা সাত ঘণ্টা রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে অবস্থান করে চারপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে রিকশায় যেতেও।

এদিকে শাহবাগ মেট্রো স্টেশনের সামনে পুলিশের জলকামান ও পরিবহন বাস দেখা গেলেও স্টেশনের সামনে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন একাধিক আন্দোলনকারী। তবে দাবির পক্ষে এখন পর্যন্ত কোনও ধরনের ঘোষণা আসেনি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি; শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান; চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া; শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব গ্রহণ করা; আহতদের সব চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা; আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা; শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তাকেন্দ্র গঠন করা; শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0