Logo

দেশজুড়ে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩১৬ জন

বুধবার (৩০ জুলাই) পুলিশের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা:  রাজধানীসহ দেশজুরে পুলিশের চলমান বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৩১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৯ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫০৭ জন।

বুধবার (৩০ জুলাই) পুলিশের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৩১৬ জনকে গ্রেফতার করে। এসময় দুটি দেশী পিস্তল, পাঁচটি একনলা বন্দুক, একটি দেশীয় শুটারগান, তেরো রাউন্ড গুলি, ছয়টি কার্তুজের খোসা, একটি ওয়েল্ডিং মেশিন, একটি গ্রাউন্ড মেশিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0