এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘ডিয়ার মা’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত। নন্দিত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় এই সিনেমাটি আগামী ১৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা চন্দন রায় স্যানালের সঙ্গে, এবং তাঁদের রসায়ন নিয়ে ইতোমধ্যেই দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নতুন জুটি ও ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অকপট জয়া: ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন জয়া আহসান ও চন্দন রায় স্যানাল। সেখানে তাঁদের রোমান্টিক পোজ দেখে চমকে গেছেন সিনেমাপ্রেমী দর্শকরা। জানা গেছে, শুধু ফটোশুটেই নয়, সিনেমাতেও তাঁদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।
এই বিষয়ে জয়া আহসান অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এবং অকপটে কথা বলেছেন। তিনি বলেন, “আমার কিছুই মনে হয় না। কারণ এ রকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম টনিদা (অনিরুদ্ধ রায়চৌধুরী) খুব অ্যাসথেটিক্যালি শুট করবে।” তিনি আরও যোগ করেন, “ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।”
পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক: অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে এটি জয়ার দ্বিতীয় কাজ। এর আগে এই পরিচালকের হাত ধরেই ‘কড়ক সিং’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। তাঁদের মধ্যেকার পেশাগত সম্পর্ক যে কতটা গভীর এবং সম্মানজনক, তার প্রমাণ মেলে এক বিশেষ ঘটনায়। জয়া জানান, ‘ডিয়ার মা’ সিনেমার চিত্রনাট্যটি তিনি নিজের জন্মদিনে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন।
দুই বাংলাতেই ব্যস্ত জয়া: বর্তমানে জয়া আহসান শুধু ‘ডিয়ার মা’-এর প্রচারণা নিয়েই ব্যস্ত নন। তিনি সদ্যই কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকের সঙ্গে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া আগামী ১ আগস্ট মুক্তির অপেক্ষায় আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত তাঁর অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। একের পর এক বড় পরিচালকের সঙ্গে কাজ করে জয়া আহসান প্রমাণ করছেন, দুই বাংলাতেই তিনি এখন অন্যতম নির্ভরযোগ্য এবং ব্যস্ততম অভিনেত্রী।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0