মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

দেব-শুভশ্রী জুটির ম্যাজিক, মুক্তির আগেই হাউসফুল ‘ধূমকেতু’!

‘কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে।’

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: হিন্দি সিনেমার দাপটে পশ্চিমবঙ্গে বাংলা ছবির হল না পাওয়ার সংকট দীর্ঘদিনের। তবে এবার সেই চিত্র পাল্টাতে চলেছে। দেব ও শুভশ্রী গাঙ্গুলী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু’-র মুক্তিকে সামনে রেখে, টলিউডের প্রযোজক-পরিচালকরা একজোট হয়ে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক, বিদ্যুৎ এবং আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের দ্বারস্থ হয়েছিলেন। তাদের সেই বৈঠকের ফলস্বরূপ, এখন থেকে পশ্চিমবঙ্গের হল মালিকদের জন্য বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের পরই ‘ধূমকেতু’র অগ্রিম টিকিট বিক্রিতে রীতিমতো ঝড় উঠেছে। 

কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে, তা সত্যিই অবিশ্বাস্য।’

সেই পোস্টটি আবার দেব শেয়ার করে লেখেন, ‘কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে।’

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট ছবি। এখনো মনে করা হয়, তাদের অনবদ্য রসায়নের কারণেই বক্স অফিসে ছবিগুলো হিট হয়েছিল।

‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৫ সালে, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। অবশেষে নয় বছরের অপেক্ষার পর এবার পর্দায় ফিরছে এই জুটি, নতুন করে জাদু ছড়াতে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0