শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সেই তন্বি

গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি বিজয়ী হয়েছেন। তিনি ১১,৭৭৭ ভোট পেয়ে এ পদে আসন দখল করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

গত বছরের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর তার সম্মানে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদসহ ছয়টি প্যানেল ওই পদে প্রার্থী দেননি।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্যানেলের মধ্যে ছিল- বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, তিন বাম ছাত্র সংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ ও ইসলামী ছাত্র আন্দোলন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ১৪,০৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও শামীম হোসেন পেয়েছেন যথাক্রমে ৩,৩৮৯ ও ৩,৬৮১ ভোট।

জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০,৮৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামীম ৫,২৮৩ ভোট পেয়েছেন। ‘প্রতিরোধ পর্ষদ’-এর প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট।

এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দীন খান ৯,৫০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ৪,২৫৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হল সংসদে ১৮টি হলে প্রতি হলে ১৩টি করে পদে মোট ২৩৪টি পদে ভোট হয়েছে, যেখানে প্রতিযোগিতা করেছেন ১,০৩৫ জন প্রার্থী। এবারের ডাকসু ভোটার সংখ্যা ৩৯,৮৭৪, যার মধ্যে ছাত্রী হলে ভোটার ১৮,৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০,৯১৫।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0