বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: চলতি শিক্ষাবর্ষের ২০২৫-২০২৬ একাদশ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীদের স্ব-স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তির সময় শেষ হচ্ছে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর)। পরের দিন সোমবার (১৫ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের পরও কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯৫ জন।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে আছেন তা কাল বোঝা যাবে। তখন বিবেচনা করে চতুর্থ পর্যায়ে ভর্তি আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে কাল।
এর আগে, ৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0