আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতার প্রতিবাদে নিজেদের আকাশসীমায় ইসরায়েলি বিমান উড়ায় নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। এখন থেকে তুরস্কের আকাশ দিয়ে ইসরায়েলের কোনো বিমান উড়তে পারবে না।
শুক্রবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দেশটির পার্লামেন্টে গাজা নিয়ে বিশেষ এক অধিবেশনে হাকান ফিদান বলেন, “ইসরায়েলের সঙ্গে আমরা বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি আমরা দিই না। আমাদের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে দিই না।”
গত বছরের মে মাসে দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা। ২০২৩ সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।
গত সপ্তাহে তার্কিস সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েলের সঙ্গে সামুদ্রিক পথে নিষেধাজ্ঞা আরোপ করেছ তুরস্ক। যদিও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটি। প্রতিবেদনে বলা হয়, এ নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। অপরদিকে তুরস্কের পতাকাবাহী জাহাজকে ইসরায়েলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
গাজায় বর্বরতা শুরুর পর ইসরায়েলের তীব্র সমালোচনা শুরু করে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি জার্মানির নাৎসি বাহিনীর প্রধান ও সাবেক প্রেসিডেন্ট হিটলারের সঙ্গে একাধিকবার তুলনা করেছেন।
সূত্র: এএফপি
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0