বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অবস্থান নিয়েছে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, কেন্দ্রের বাইরে অবস্থান রাখবেন এবং নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত দশটার দিকে শামসুন্নাহার হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়। তারা বলেন, “আমরা চাই প্রতিটি ভোট সুষ্ঠুভাবে গণনা হোক। কোনো প্রার্থীই ভোটপ্রক্রিয়ায় অন্যায় সুবিধা পাবে না। তাই আমরা আমাদের অবস্থান নিয়েছি।”
শারমিন সুলতানা নামক এক শিক্ষার্থী বলেন, “ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ছাত্রদল পরিকল্পিতভাবে নানা চেষ্টা করছে। এরপরে তারা উসকানিমূলক কর্মকাণ্ড করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছে। যদি কোনোভাবে বহিরাগতদের পা পড়তে দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রক্তাক্ত হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানাবে। আমরা এটা কোনোভাবে সহ্য করব না।”
তিনি যোগ করেন, “এখানে শুধু অবস্থান নয়, আমরা প্রতিটি অনিয়ম নজরে রাখছি। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের লক্ষ্য একটাই—ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট রক্ষা করা।”
অন্য একজন শিক্ষার্থী বলেন, “কেন্দ্রে অনিয়ম দেখা দিলে আমরা তা রুখতে প্রস্তুত। ভোটের প্রতি আমাদের বিশ্বাস এবং সম্মান বজায় রাখতে চাই। আমাদের মূল উদ্দেশ্য হল সব শিক্ষার্থীর ভোট অধিকার সুরক্ষিত করা। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটি সুন্দর ডাকসু নির্বাচন দেখেছি। এখন ভোটের ফলাফলের স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকব। আমরা চাই এই নির্বাচনে ঢাবির গণতান্ত্রিক পরিবেশ রক্ষা হোক।”
এর আগে ডাকসু বানচাল চেষ্টার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, “যারা এই নির্বাচনে অনিয়ম বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের পরিণতি হবে ‘খুনি হাসিনা ও ছাত্রলীগের চেয়েও ভয়াবহ’। ডাকসু নির্বাচন শুধু একটি ভোট নয়; এটা শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের স্বপ্ন। এই নির্বাচন সফল করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। কেউ যদি এটিকে ব্যাহত করার চেষ্টা করে, তবে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0