জেলা প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের পরীক্ষার ৩ মাস পার হলেও রেজাল্ট না দেওয়ায় বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা অফিস, ক্লাসরুম ও সেমিনারে তালা দিয়েছে। তারা জানিয়েছে, রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বিভাগে ‘শাটডাউন’ কার্যক্রম চলবে।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে গতকালও বিক্ষোভ করেছেন তারা। দাবি মেনে না নিলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টা বিভাগের সব কার্যক্রম বন্ধ ছিল।
বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা জানায়, ক্লাসরুম ও অফিসে তালা থাকায় শিক্ষকরা ক্লাস নিতে পারছেন না।
বিভাগ সূত্রে জানা গেছে, সিলেবাস অনুযায়ী চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের বিএআর-৪১০৪ ‘সাইন্স অফ ট্রানসলেশন’ কোর্সে অধ্যাপক নিজাম উদ্দীন ও অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসঊদ দুইজন শিক্ষক দায়িত্বপ্রাপ্ত ছিলেন। পরীক্ষার তথ্য অনুযায়ী, প্রায় সব শিক্ষক তাদের নম্বর দিয়েছেন, কিন্তু এ কোর্সে এক শিক্ষক, অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসঊদ, নম্বর জমা দেননি।
এক শিক্ষার্থী জানান, মঙ্গলবার সকালে বিভাগের সভাপতি একটি কাগজ নেওয়ার জন্য অফিসের তালা খোলার অনুরোধ করেছিলেন। তবে আমাদের সিদ্ধান্ত, ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিভাগে শাটডাউন কর্মসূচি চলবে।
চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ‘আমাদের একজন সম্মানিত শিক্ষক একটা কোর্সের মার্ক না পাওয়া আমরা রেজাল্ট দিতে পারছি না। আজকে ওনার কোর্সের নম্বর দেওয়ার কথা। আমরা নাম্বারটা পেলে রেজাল্ট দিতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন বলেন, ‘আমরা সকাল থেকে মিটিংয়ে ছিলাম যেতে পারিনি। এখন আমরা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সরাসরি কথা বলব।’
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0