স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান অলরাউন্ডার রিজান হোসেন জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে একাই দলকে জিতিয়েছেন। এই পেস বোলিং অলরাউন্ডার পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও বোলিংয়ে তুলে নেন পাঁচ উইকেট।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর দারুণ কেটেছে তার। দেশে ফেরার পর বুধবার রিজান জানালেন তিনি বেন স্টোকসের মতো হতে চান। যুব দলের আরেক অলরাউন্ডার দেবাশীষ সরকার দেবা আবার সাকিব আল হাসানকে প্রেরণা হিসাবে দেখেন।
গতকাল মিরপুর একাডেমির সামনে রিজান বলেন, ‘ক্রিকেটীয় আদর্শ বলতে...বাংলাদেশের বেশ কয়েকজনকে ভালো লাগে। বিশ্ব ক্রিকেটে বেন স্টোকসকে ভালো লাগে।’
‘স্টোকস চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন। আমার সঙ্গে কখনও দেখা হলে জানতে চাইব কীভাবে এত চাপ সামলান?’
এদিকে স্পিনিং অলরাউন্ডার দেবাশীষ বলেন, ‘বিশ্বের সেরা অলরাউন্ডার তো সাকিব ভাই। সাকিব ভাইয়ের সঙ্গে যদি দেখা করতে পারি, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। তিনি বিশ্বে রাজত্ব করেছেন তার ব্যাটিং ও বোলিং দুই স্কিল দিয়েই।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0