বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ধোনির অন্য রূপ প্রকাশ্যে আনলেন ভারতীয় পেসার

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে একটি ম্যাচে মাঠের মধ্যেই ধোনির কাছে অপমানিত হতে হয়েছিল মোহিতকে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। প্রচন্ড চাপের মুখেও শান্ত থেকে সিদ্ধান্ত নিতে পারেন। ক্রিকেটপ্রেমীরা ধোনিকে যেভাবে দেখে অভ্যস্ত, তার সঙ্গে বাস্তবের অল্প বিস্তর পার্থক্য রয়েছে বলে মনে করেন মোহিত শর্মা।

ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে খেলার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই পেসার। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে একটি ম্যাচে মাঠের মধ্যেই ধোনির কাছে অপমানিত হতে হয়েছিল মোহিতকে।

এক সাক্ষাৎকারে মোহিত বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের কথা মনে রয়েছে এখনও। মাহি (ধোনি) ভাই ঈশ্বর পাণ্ডেকে বল করতে ডেকেছিল। আমার মনে হয়েছিল, আমাকেই বল করার জন্য ডাকছে। রান আপে গিয়ে দৌড় শুরু করতেই মাহি ভাই চেঁচিয়ে বলে, ঈশ্বর বল করবে। ঈশ্বরকে চেঁচিয়ে ডাকতে শুরু করে। সে সময় বাধা দেন আম্পায়ার। তিনি বলেন, বল করার জন্য দৌড় শুরু করে দিয়েছিলাম বলে আমাকেই ওভারটা করতে হবে। তাতে অত্যন্ত রেগে গিয়েছিলেন মাহি ভাই। সবার সামনেই আমাকে যাতা বলতে শুরু করে।’

সেই ওভারে মোহিত উইকেট পাওয়ার পরও রাগ কমেনি ধোনির। মোহিত বলেছেন, ‘প্রথম বলেই ইউসুফ পাঠানকে আউট করেছিলাম। সবাই যখন উচ্ছ্বাস করছিল, তখনও মাহি ভাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। যদিও মুখে একটা হাসি ছিল!’

মোহিত মেনে নিয়েছেন, ধোনি খুব একটা মেজাজ হারান না। ৩৬ বছরের পেসার বলেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। খুবই ঠান্ডা মাথার মানুষ। মাহি ভাই রেগে যেতে পারে, এটা বিশ্বাস করাই কঠিন। তবে রেগে গেলে ব্যাপারটা একটু ভয়েরই। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য তো বটেই।’

প্রসঙ্গত, ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন মোহিত। ধোনির দলের হয়ে ৪৭টি ম্যাচে ৫৭টি উইকেট শিকার করেছেন। ২০১৪ সালের আইপিএলে তিনি বেগুনি টুপি জেতেন। ২০১৫ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপও খেলেছেন মোহিত।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩১ রাত
কিউবার অভিষেকের দিনে বেঞ্চে ফাহমিদুল
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৮ বিকাল
২৫ বলে ৬০, বৃষ্টিতে খেলা বন্ধ
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫০ বিকাল
সুখবর পেলেন দুই তারকা
৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৩৬ বিকাল
Leave a Comment

Comments 0