এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ২০২৫ সালের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় ঘটল বড় রদবদল। কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর রাজত্বকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে নতুন এক ব্রিটিশ সিরিজ— ‘অ্যাডোলেসেন্স’। মাত্র মার্চ মাসে মুক্তি পেয়েই সিরিজটি দেখা হয়েছে ১৪ কোটি ৪৮ লাখ বার। শুধু তাই নয়, এটি ১৩টি বিভাগে এমি অ্যাওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছে। দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
যেভাবে শীর্ষে ‘অ্যাডোলেসেন্স’: গত ১৩ মার্চ মুক্তি পেয়েছিল আট পর্বের এই লিমিটেড সিরিজটি। ‘অ্যাডোলেসেন্স’-এর গল্প একটি পরিবারের তিন পুরুষ—বাবা ও তাঁর দুই ছেলেকে ঘিরে গড়ে ওঠা ভাঙা সম্পর্কের এক আবেগঘন আখ্যান। মার্ক স্ট্যানলি এবং স্টিফেন গ্রাহামের মতো অভিনেতাদের অনবদ্য অভিনয় এবং বাস্তবতাধর্মী গল্প বলার ধরণই সিরিজটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।
নেটফ্লিক্স জানিয়েছে, তাদের ভিউ গণনার পদ্ধতিটি হলো মোট কত ঘণ্টা দেখা হয়েছে, তা দিয়ে সিরিজের মোট দৈর্ঘ্যকে ভাগ করা। যেহেতু ‘অ্যাডোলেসেন্স’ একটি ছোট সিরিজ, তাই তুলনামূলকভাবে এর ‘ভিউ’ সংখ্যা দ্রুত বেড়েছে।
‘স্কুইড গেম’ ও সিনেমার অবস্থা: তালিকায় ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন রয়েছে দ্বিতীয় স্থানে, যা দেখা হয়েছে ১১ কোটি ৭৩ লাখ বার। তবে জুনের শেষদিকে মুক্তি পাওয়া এর তৃতীয় সিজন মাত্র ৪ দিনেই ৭ কোটি ১৫ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে।
সিনেমার ক্ষেত্রে, ২০২৫ সালের প্রথমার্ধে সবচেয়ে বেশি দেখা হয়েছে ‘ব্যাক ইন অ্যাকশন’ (১৬ কোটি ৪৭ লাখ বার)। দ্বিতীয় স্থানে রয়েছে টাইলার পেরির ‘স্ট্র’, যা মাত্র জুনে মুক্তি পেয়েই ১০ কোটি ২৯ লাখ ভিউ অর্জন করেছে।
সব মিলিয়ে, নেটফ্লিক্স জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে তাদের কন্টেন্ট প্রায় ৯৫ বিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে, যা ২০২৪ সালের শেষার্ধের তুলনায় কিছুটা বেশি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0