আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো।
সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিনগান ও মর্টার শেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকায় ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
শাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো ওই এলাকায় জড়ো হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে দক্ষিণ সিরিয়াজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।
এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সুয়েইদার রাসাস শহরে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গোলাবর্ষণ করে।
সংস্থাটি আরও জানিয়েছে, সুয়েইদা শহরের উপকণ্ঠে সেনা পোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের পাঁচজন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় ড্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছেন, ফলে এ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
এর আগে এক সামরিক সূত্র জানায়, স্থানীয় দ্রুজ যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সুয়েইদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত টাল হাদিদ পাহাড়টি দখলে নেয়।
তথ্যসূত্রঃ শাফাক নিউজ
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0