বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচাল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেন, যারা এই নির্বাচনে অনিয়ম বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের পরিণতি হবে ‘খুনি হাসিনা ও ছাত্রলীগের চেয়েও ভয়াবহ’।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন শুধু একটি ভোট নয়- এটা শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের স্বপ্ন। এই নির্বাচন সফল করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব। কেউ যদি এটিকে ব্যাহত করার চেষ্টা করে, তবে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেবে।
তিনি অভিযোগ করেন, দিনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, এজেন্ট প্রবেশে বাধা, কারচুপি ও অযাচিত হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, অমর একুশে হল ও টিএসসি কেন্দ্রকে ঘিরে নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেন তিনি।
সাদিক কায়েম বলেন, আমরা দেখেছি যাদের সহযোদ্ধা ভেবেছি তারাও আজ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জুলাই বিপ্লবের সূচনা করেছিল, খুনি হাসিনার পতন ঘটিয়েছিল। আবারও যদি কেউ ডাকসু নির্বাচন নষ্ট করতে চায়, তাদের পরিণতি হবে আরও ভয়াবহ।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, হার-জিত এখানে মূল বিষয় নয়। আমরা সবাই জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধা ছিলাম। শিক্ষার্থীরা যাকেই ম্যান্ডেট দেবে সেটি মেনে নেওয়া সবার কর্তব্য। কিন্তু যদি জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়, তবে সেটা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বিরুদ্ধ হবে।
নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করে সাদিক কায়েম বলেন, আমরা যে অভিযোগগুলো জানিয়েছি, সেগুলোর দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়িয়ে যেতে পারে না।
শিক্ষার্থীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তে যারা জড়িত, তারা এখনই সরে আসুন। শিক্ষার্থীদের ম্যান্ডেটকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0