রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনে মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার রাতভর আক্রমণে মোট ৮০৫টি ড্রোন ও ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা হয়েছিল।

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় মন্ত্রিসভা ভবনে আগুন ধরে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। রবিবার (৭ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্য গার্ডিয়ান জানায়, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করলে বহু ভবনে আগুন ধরে যায়। কিয়েভের মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এটি সরাসরি হামলার কারণে নাকি ধ্বংসাবশেষ পড়ার ফলে আগুন লাগে, তা এখনো নিশ্চিত নয়। যদি সরাসরি আঘাত হয়ে থাকে, তবে এটি রাশিয়ার আকাশ হামলার ক্ষেত্রে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত বহন করবে, কারণ এতদিন শহরের কেন্দ্রীয় সরকারি ভবনগুলোকে তারা লক্ষ্যবস্তু করেনি।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো বলেন, প্রথমবারের মতো সরকারি ভবন শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ছাদ ও উপরের তলা রয়েছে। আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব, কিন্তু হারানো জীবন আর ফেরানো যাবে না।

ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়ার রাতভর আক্রমণে মোট ৮০৫টি ড্রোন ও ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা হয়েছিল।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এটিই রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0