শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে বিপুল ভোট

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পাস হওয়া প্রস্তাবটি ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত। এতে ১৪২ ভোট পড়েছে পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদে ফরাসি ও সৌদি আরবের উদ্যোগে আনা প্রস্তাবের পক্ষে ১৪২টি দেশ ভোট দিয়েছে। এতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) পাস হওয়া প্রস্তাবটি ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত। এতে ১৪২ ভোট পড়েছে পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে আরও বেশ কিছু প্রভাবশালী দেশ—ব্রাজিল, কানাডা, তুরস্ক, জর্ডান, কাতার, মিসর, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। তবে ইরাক কোনো ব্যাখ্যা না দিয়ে ভোট থেকে বিরত থাকে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা ও কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্র।

ঘোষণায় বলা হয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমর্থনসহ ফিলিস্তিনে শাসন, নিরাপত্তা ও আইন প্রয়োগের দায়িত্ব শুধু ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকতে হবে। একইসঙ্গে হামাসকে গাজায় তাদের শাসন শেষ করে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং খাদ্যসংকটকে মানবিক বিপর্যয় ও সুরক্ষা সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গত সপ্তাহে ফিনল্যান্ড এই প্রস্তাবে যোগ দেয় এবং একে বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা বলে উল্লেখ করে। তবে দেশটি এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0