আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এ শোধনারগারটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম।
হামলায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব ১ হাজার ৪০০ কিলোমিটার। যে তেলশোধানাগারটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্ট।
শনিবার(১৩ সেপ্টেম্বর ) ঘটেছে এই হামলা। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ।
টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন, “আজ (শনিবার) ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দু’টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।”
“সিসিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমান আকৃতির এটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে, এবং তার পরে ঘটে বিস্ফোরণ। এ সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
“হামলায় কেউ নিহত বা আহত হননি। শোধানাগারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা তেমন বড় কিছু নয়।”
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবহিনী।
ব্যাশনেফ্টের এই শোধনাগারটিকে ২০১৬ সালে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টর দপ্তর ক্রেমলিন। এই শোধনাগারটিতে ১৫০ ধরনেরও বেশি তেলজাতীয় পণ্য উৎপদন করা হয়।
সূত্র : এএফপি
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0