বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

শনিবার (২৩ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে।

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা:দোনেৎস্ক অঞ্চলে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া।

শনিবার (২৩ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বাহিনীর অভিযানের পর সেরেদনে এবং ক্লেবান বাইক গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে।

বিবৃতি অনুসারে, রাশিয়ান বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কামানগুলো ইউক্রেনীয় সামরিক-শিল্প কমপ্লেক্স স্থাপনা, পাশাপাশি ১৪৩টি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র গঠন এবং বিদেশী যোদ্ধাদের অস্থায়ী স্থাপনাগুলোতে আঘাত করেছে।

অন্যদিকে ইউক্রেনীয় বিমান হামলার প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে চারটি নির্দেশিত বিমান বোমা এবং ১৬০টি ড্রোন ভূপাতিত করেছে।

কিয়েভ রাশিয়ার দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি এবং চলমান সংঘাতের কারণে স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

তথ্যসূত্র: আনাদোলু

বাংলাফ্লো/এফএ

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0