শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নুরাল পাগলার মাজারে রাসেলকে হত্যা,বাবার মামলায় ৪০০০ আসামি

নিহত রাসেল মোল্লা পেশায় একজন কাভার্ডভ্যান চালক ছিলেন এবং তাঁর দুটি সন্তান রয়েছে। জানা গেছে, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। জুমার নামাজের পর, বিক্ষুব্ধ জনতা যখন দরবারে হামলা ও ভাঙচুর চালাচ্ছিল, তখন রাসেলের ওপরও হামলা করা হয়।

ছবি-বাংলাফ্লো

জেলা প্রতিনিধি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র দরবারে চালানো তাণ্ডবের সময় নিহত যুবক রাসেল মোল্লার (২৮) বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার থেকে চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলায় পুলিশ ইতোমধ্যেই লতিফ ইমাম ও অভি মন্ডল রঞ্জু নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ-আল-রাজীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত রাসেলের বাবা সোমবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা, অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগে এই মামলাটি দায়ের করেন।

তিনি আরও বলেন, “পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় যারা গ্রেপ্তার রয়েছে বা যারা গ্রেপ্তার হবে, তদন্তে তাদের যদি হত্যা মামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তাদেরকে এই হত্যা মামলাতেও শোন অ্যারেস্ট (Show Cause Arrest) দেখানো হবে।”

নিহত রাসেল মোল্লা পেশায় একজন কাভার্ডভ্যান চালক ছিলেন এবং তাঁর দুটি সন্তান রয়েছে। জানা গেছে, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। জুমার নামাজের পর, বিক্ষুব্ধ জনতা যখন দরবারে হামলা ও ভাঙচুর চালাচ্ছিল, তখন রাসেলের ওপরও হামলা করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, শুক্রবার রাতেই তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, এই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে আগেই একটি মামলা দায়ের করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার রাসেল মোল্লা হত্যার ঘটনায় নতুন করে মামলা হওয়ায়, গোয়ালন্দের এই ভয়াবহ তাণ্ডবের তদন্ত আরও ব্যাপক আকার ধারণ করল।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0