বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সোমবার রাত ৮টা থেকে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত দিকের প্রবেশপথ দিয়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।
এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্ব স্ব পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
সব শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নন বা শিক্ষার্থী নন, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0