বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

হজ্জ কার্যক্রমে দুর্নীতি রোধে কঠোর হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: হজ্জ কার্যক্রমে দুর্নীতি বা ঘুষের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ্জ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ্জ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে আপনারা (হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা) আমাকে সহযোগিতা করবেন।

হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজিত এ মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

উড়োজাহাজের ভাড়া কমানোর বিষয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলবো তখন হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত রাখবো, যেন তারা মতামত জানাতে পারেন।

গত হজের কিছু অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি জানান, কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। 'আমাদের দেশে জর্দা খাওয়া অপরাধ না হলেও সৌদি আইনে তা মাদক হিসেবে গণ্য করা হয়। এতে আমরা লজ্জিত হই। একজন হাজির কেন জর্দা-তামাক নিতে হবে। এগুলো বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করছে,' বলেন তিনি।

এছাড়া তিনি জানান, গত হজে জেদ্দা বিমানবন্দর দিয়ে ফেরার পথে এক এজেন্সি মালিক হজ্জযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন, যা ধরা পড়ে। এসব বিষয়ে হাবসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0