স্পোর্টস ডেস্ক
ঢাকা: সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে একটি বলও মাঠে গড়াতে দেয়নি রাওয়ালপিন্ডির বেরসিক বৃষ্টি। এরপর গত মে-জুন মাসে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। যে লড়াই ছিল টাইগারদের জন্য ভুলে যাওয়ার মতো (৩-০)। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সিরিজ শুরুর দিনেই চোখ রাঙাচ্ছে প্রতিকূল আবহাওয়া, পূর্বাভাসে মিলছে হতাশার খবর।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। আর সেই সময়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত সাইট ‘অ্যাকুওয়েদার’ও ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। যেখানে প্রায় পুরোদিনই আকাশ মেঘলা থাকার কথা উল্লেখ করে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে– দুপুর ১২টা, বিকেল ৪ ও ৫টার দিকে। ইতোমধ্যে সকাল ১১টার আগেই ঢাকার বেশ কিছু স্থানে দমকা বৃষ্টির দেখা মিলেছে। পূর্বাভাস অনুযায়ী বিকেলে বৃষ্টি বেশি হলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে প্রভাব পড়বে। তবে একেবারে পরিত্যাক্ত নাও হতে পারে। কারণ, মিরপুরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো।
খেলা ঠিকঠাক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নির্ভর করছে আউটফিল্ডে পানি জমে থাকার ওপর। বিকেলে বৃষ্টি হয়ে সেটি সন্ধ্যা পর্যন্ত কনটিনিউ না করলে খেলা হবে। তবে সন্ধ্যায়ও যদি বৃষ্টি লেগে থাকে তাহলে হতাশ হয়ে ফিরতে হতে পারে সমর্থকদের।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0