Logo

ওটিটিতে আসছে প্রীতম-জেফারের নতুন প্রেমের গল্প।

প্রীতম ও জেফারকে জুটি হিসেবে পর্দায় নিয়ে আসার এই পরিকল্পনাটি পরিচালক শিহাব শাহীনের বহুদিনের। তিনি জানান, প্রায় দেড় বছর আগেই তিনি এই দুজনকে নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গানের জগতে দুজনেই বর্তমান প্রজন্মের জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত তারকা। এবার তাঁরা একসঙ্গে আসছেন অভিনয়ে। সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করলেন নতুন একটি ওয়েব সিনেমায়। ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওটিটি সিনেমাটি পরিচালনা করেছেন নন্দিত নির্মাতা শিহাব শাহীন। সম্প্রতি সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে এবং এটি এখন পোস্ট প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।

পরিচালকের দেড় বছরের পুরনো পরিকল্পনা: প্রীতম ও জেফারকে জুটি হিসেবে পর্দায় নিয়ে আসার এই পরিকল্পনাটি পরিচালক শিহাব শাহীনের বহুদিনের। তিনি জানান, প্রায় দেড় বছর আগেই তিনি এই দুজনকে নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। তাঁর কথায়, “আমার পরিকল্পনাটা আগের ছিল। তখন দুজনেরই কেউ অভিনয় করেন না। ভেবেছিলাম, আমার পরিচালনায় ওদের অভিষেক হবে। কিন্তু অন্য কাজের ব্যস্ততায় তা হয়ে ওঠেনি।”

পরবর্তীতে শিহাব শাহীন তাঁদের সঙ্গে আলাদাভাবে কাজ করেন। প্রীতমকে নিয়ে বানান প্রশংসিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং জেফারকে দেখা যায় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’-তে। শিহাব শাহীন বলেন, “দুজনের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। প্রীতমের সঙ্গে তো একটা হিট প্রজেক্ট আছে। জেফারের সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। তাই মনে হলো, দুজনকে নিয়ে একটা ছবি বানাই। ওদের অভিনয়ও আমাকে জুটি করে কাজটি করতে প্রভাবিত করেছে।”

নতুন দিনের প্রেমের গল্প: ‘তুমি আমি শুধু’ সিনেমার গল্পটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি। ছবির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, “একটা মেয়ের স্বাধীন ইচ্ছেকে ঘিরে তৈরি হয় জটিলতা। এই জটিলতা ঘিরেই ছবির গল্প এগোতে থাকে। এটা একদম প্রেমের গল্পের একটা ভাবনা। আশা করি দর্শকেরা এই গল্পে নতুনত্ব পাবে।”

ঢাকা এবং কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। প্রীতমকে সর্বশেষ ‘ঘুমপরী’ এবং জেফারকে ‘অ্যালেন স্বপন সিজন ২’-তে দেখা গেছে। এবার ‘তুমি আমি শুধু’ সিনেমায় তাঁদের নতুন জুটি এবং সমসাময়িক গল্পের এই মিশেল দর্শকদের জন্য এক নতুন ধরনের বিনোদন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0