Logo

জনপ্রিয়তার শীর্ষে প্রভাস, সেরা তিনে নেই শাহরুখ, ছিটকে গেলেন সালমান-আমির!

জুন মাস পর্যন্ত শীর্ষ ১০-এর তালিকায় দক্ষিণী তারকাদের দাপট আবারও দেখা গেছে। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রেখেছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস, ঠিক তেমনি পেছনে ফেলেছেন কিং খান শাহরুখকে ‘পুষ্পা ২’খ্যাত তারকা আল্লু অর্জুন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে দেশটির বিনোদন জগতের অন্যতম নির্ভরযোগ্য সমীক্ষা সংস্থা অরম্যাক্স মিডিয়া। অভিনয় দক্ষতা, স্টারডম এবং ভক্তদের ভালোবাসার উপর ভিত্তি করে তৈরি করা জুন-২০২৫ মাসের এই তালিকায় আবারও দক্ষিণী তারকাদের দাপট দেখা গেছে। তালিকার শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস। তবে সবচেয়ে বড় চমক হলো, এই সেরা দশের তালিকা থেকে ছিটকে পড়েছেন বলিউডের দুই মহাতারকা— সালমান খান এবং আমির খান।

দক্ষিণী তারকাদের জয়জয়কার: অরম্যাক্স মিডিয়ার এই তালিকা যেন ভারতীয় সিনেমার বর্তমান চালচিত্রকেই তুলে ধরেছে।

প্রথম স্থানে রয়েছেন প্রভাস। ‘কাল্কি ২৮৯৮ এ ডি’-এর মতো বড় বাজেটের সিনেমার সাফল্য এবং বিশ্বজুড়ে তাঁর বিশাল ভক্তগোষ্ঠী তাঁকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।

দ্বিতীয় স্থানে আছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

তৃতীয় স্থানে উঠে এসেছেন ‘পুষ্পা’ খ্যাত স্টাইলিশ সুপারস্টার আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির আগেই তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা তাঁকে শাহরুখ খানের চেয়েও এগিয়ে দিয়েছে।

পঞ্চম থেকে অষ্টম স্থান পর্যন্তও রয়েছেন দক্ষিণেরই তারকারা— অজিত কুমার, মহেশ বাবু, জুনিয়র এনটিআর এবং রামচরণ

দশম স্থানে জায়গা করে নিয়েছেন ‘দাসরা’ খ্যাত অভিনেতা নানি

বলিউডের অবস্থান: সেরা দশের তালিকায় দক্ষিণী তারকাদের এই প্রবল দাপটের মাঝে বলিউডের অবস্থান কিছুটা ম্লান।

চতুর্থ স্থানে নেমে গেছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মতো ব্লকবাস্টার দেওয়ার পরেও তিনি শীর্ষ তিন থেকে ছিটকে পড়েছেন।

নবম স্থানে রয়েছেন ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার

তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, তালিকার সেরা দশে জায়গাই পাননি ভাইজান সালমান খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খান

সব মিলিয়ে, অরম্যাক্সের এই তালিকা আরও একবার প্রমাণ করলো, প্যান-ইন্ডিয়ান সিনেমার যুগে জনপ্রিয়তার দৌড়ে দক্ষিণী শিল্পীরা এখন অনেকটাই এগিয়ে, যা বলিউডের জন্য এক বড় সতর্কবার্তা।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0