মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

দত্তক মেয়েকে ফেরত দিয়েছেন? গুজবের কড়া জবাব দিলেন পরীমনি

দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢালিউড অভিনেত্রী পরীমনির ব্যক্তিগত জীবন যেন এক খোলা পাতা। তবে সেই খোলা পাতায় অবাঞ্ছিত চর্চা তিনি যে বরদাশত করবেন না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, তিনি নাকি তাঁর দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে তার পরিবারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই ভিত্তিহীন গুজবে তীব্রভাবে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি গুজবের কড়া জবাব দিয়েছেন এবং তাঁর সন্তানদের নিয়ে ‘ভিউ ব্যবসা’ না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি কিছু ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে পরীমনিকে ট্যাগ করে লেখা হচ্ছিল, “আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে!” এই ধরনের মন্তব্য এবং পোস্ট দেখেই ক্ষোভে ফেটে পড়েন পরীমনি।

তিনি তাঁর পোস্টে লেখেন, “ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না।”

তিনি কন্টেন্ট ক্রিয়েটরদের একহাত নিয়ে বলেন, “আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে।”

তিনি আরও স্পষ্ট করে দেন, “আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দেবো, না ইচ্ছে হলে দেবো না। এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন।”

পোস্টের শেষে পরীমনি তীব্র ব্যঙ্গ করে লেখেন, এই কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর। আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি….. খুশি? হ‍্যাপি ফ্রেন্ডশিপ ডে।”

পরীমনি জানান, শোবিজের বাইরে তাঁর জীবন আর দশটা সাধারণ মানুষের মতোই। তিনি ঘরে তেল মেখে কাজ করেন, সন্তানদের জন্য রান্না করেন এবং তাদের সব কাজ নিজের হাতেই করেন। তাঁর এই পোস্টে ভক্তরা তাঁকে সমর্থন জানিয়েছেন এবং ভিত্তিহীন গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0