মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

শাকিব-বুবলীর রোমান্স নিয়ে অপু বিশ্বাসের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

“কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ...এটাই সত্যি।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সুপারস্টার শাকিব খান বর্তমানে তাঁর কনিষ্ঠ পুত্র শেহজাদ খান বীর এবং তার মা, অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তাঁদের একসঙ্গে পার্কে ঘুরে বেড়ানোর রোমান্টিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপাড় চলছে বিনোদন জগতে। অনেকেই যখন ধারণা করছেন, শাকিব-বুবলী হয়তো আবারও এক হচ্ছেন, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুললেন শাকিবের প্রথম স্ত্রী এবং জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি বই উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে সাংবাদিকরা তাঁকে শাকিব-বুবলীর একসঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিয়ে প্রশ্ন করলে, তিনি এক দার্শনিক এবং ইঙ্গিতপূর্ণ জবাব দেন।

অপু বিশ্বাস বলেন, “কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। ...এটাই সত্যি।”

তিনি সরাসরি কোনো মন্তব্য না করে, সাংবাদিকদের তাঁর পুরনো একটি ফেসবুক স্ট্যাটাসের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, “আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নের পরিষ্কার উত্তর পেয়ে যাবেন।”

অপু বিশ্বাস আরও বলেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।”

সবশেষে, তিনি নিজের মাতৃত্বের ওপর জোর দিয়ে বলেন, “আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারব।”

অপুর এই শান্ত, পরিণত এবং কৌশলী জবাবে এটা স্পষ্ট যে, তিনি এই বিতর্কে নিজেকে জড়াতে চান না এবং তাঁর মনোযোগ এখন শুধুমাত্র তাঁর সন্তান আব্রামকে ঘিরেই।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0