এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার হাজির হলেন এক সম্পূর্ণ নতুন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি তিনি পা রেখেছেন ব্যবসার জগতে, শুরু করেছেন ‘ফার্নি’ নামে একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্ম। সম্প্রতি একটি পডকাস্টে তিনি তাঁর এই নতুন উদ্যোগ এবং এর পেছনের গল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন।
মেহজাবীন জানান, অভিনয়ের পর যে বিষয়টি তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে, তা হলো ইন্টেরিয়র ডিজাইন। তিনি বলেন, “নিজের বাসায় করতে করতে ও বন্ধুদেরটা দেখতে দেখতে এটা নিয়ে মূলত আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে মিলে ইন্টেরিয়র ফার্ম দিয়েছি।”
তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন। সেটাকে মাথায় রেখে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করা আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে।”
‘ফার্নি’ নিয়ে মেহজাবীন বেশ উৎসাহী। তিনি জানান, এই উদ্যোগটি তাঁর ‘ব্রেন চাইল্ড’ এবং এটি নিয়ে তিনি অনেকদূর এগিয়ে যেতে চান। ইতোমধ্যেই গত দেড় বছরে তাঁর প্রতিষ্ঠান ছয়টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করেছে।
তবে এতদিন কেন এই বিষয়টি নিয়ে তেমন আলোচনা হয়নি? এই প্রসঙ্গে মেহজাবীন বলেন, “এটি নিয়ে আমি ফেসবুকে কয়েকবার পোস্ট করেছি। কিন্তু সেভাবে কেউ খেয়াল করেনি। মনে করেছে, আমি হয়তো অন্য কারোরটা প্রমোট করছি।”
ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি, মেহজাবীন সিনেমা প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। তিনি ইতোমধ্যে ‘প্রিয় মালতি’ এবং ‘সাবা’ নামের দুটি সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছেন।
সব মিলিয়ে, অভিনয়, প্রযোজনা এবং ইন্টেরিয়র ডিজাইনিং— নিজের বহুমাত্রিক প্রতিভা দিয়ে মেহজাবীন প্রমাণ করছেন, তিনি শুধু একজন সফল অভিনেত্রীই নন, একজন দূরদর্শী উদ্যোক্তাও বটে।দর্শকের ভালোবাসা যেমন পেয়েছেন পর্দায়, এবার হয়তো ব্যবসার মঞ্চেও তিনি হয়ে উঠবেন সফল এক মুখ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0